শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩৫
ব্রেকিং নিউজ

গৃহকর্মীর ছদ্মবেশে চুরি অবশেষে ধরা

গৃহকর্মীর ছদ্মবেশে চুরি  অবশেষে ধরা

উত্তরণ বার্তা প্রতিবেদক : গৃহকর্মীর ছদ্মবেশে রাজধানীর বিভিন্ন বাসা থেকে টাকাসহ মূল‌্যবান জিনিসপত্র চুরির অভিযোগে বিলকিস বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিলকিসকে আটক করা হয়েছে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাজমা নাম ধারণ করে গত ১৬ নভেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় কাজ নেয় বিলকিস  বেগম। ১৯ নভেম্বর গৃহকর্তা-গৃহকর্ত্রী বাইরে গেলে বিলকিস আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। বিলকিস পেশাদার গৃহকর্মী নয়। সে নিজের নাম পরিবর্তন করে বিভিন্ন বাসায় কাজ নেয়। দুই থেকে তিন দিন কাজ করার পর ওই বাসা থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এভাবে সে রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি করছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অভিযোগ করা হয়েছে।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK