শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৫৫

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না

উত্তরণবার্তা প্রতিবেদক : চলতি বছর প্রাথমিকের কোনো শ্রেণিতে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে নিজ নিজ প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসের জন্য মূল্যায়ন করবে। এর আগে সমাপনী পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বার্ষিক পরীক্ষা বাতিলের বিষয়টি ৮ নভেম্বর সোমবার নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীরই বার্ষিক পরীক্ষা নেয়া হবে না। তবে প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের পরের ক্লাসের জন্য মূল্যায়ন করবে। এর সমাপনী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। বলা হয়েছিল, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK