রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০২:১৪
ব্রেকিং নিউজ

বিজিএমইএ প্রাইমার্কের টেকসই উচ্চাকাঙ্ক্ষায় সহযোগিতা প্রদান করবে

বিজিএমইএ প্রাইমার্কের টেকসই উচ্চাকাঙ্ক্ষায় সহযোগিতা প্রদান করবে

উত্তরণবার্তা ডেস্ক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এবং সহসভাপতি প্রাইমার্ক ও তার এসোসিয়েটেড ব্রিটিশ ফুডস’র প্রধান নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহসভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব গতকাল লন্ডনে প্রাইমার্কের নতুন টেকসই কৌশল প্রাইমার্ক কেয়ারস এবং এই কৌশলে বিজিএমইএ’র সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনার জন্য প্রতিষ্ঠানের ডাইরেক্টর অব লিগ্যাল সার্ভিসেস এবং কোম্পানি সেক্রেটারি এবিএফ পল লিসটার, সিইও পল মার্চেন্ট, ডাইরেক্টর প্রাইমার্ক কেয়ারস জুয়ান শাপারো, গ্রুপ ডাইরেক্টর সাপ্লাই, সোর্সিং এন্ড কুয়ালিটি চেইন লিন ওয়াকারের সাথে সাক্ষাৎ করেন।

বিজিএমইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইমার্ক তার সরবরাহ চেইনে কার্বন নিঃসরণ অর্ধেক কমানো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নকল্পে পোশাক তৈরির প্রক্রিয়ায় পরিবর্তন আনার বিষয়ে যেসব উদ্দেশ্য নির্ধারণ করেছে, বিজিএমইএ তা সমর্থন করে।এতে প্রাইমার্ক ও বিজিএমইএ টেকসই বিষয়ে তাদের লক্ষ্য, বিশেষ করে কর্মীদের কল্যাণ এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ