শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:৫৮

সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ

সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ

উত্তরণবার্তা  প্রতিবেদক : দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। এজন্য  ৭ নভেম্বর রোববার  দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। ৬ নভেম্বর শনিবার সমন্বিত ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে ২ হাজার টাকা। ফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। পুনঃনিরীক্ষিত ফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল ২০ অক্টোবর, ‘বি’ ইউনিটের ফল ২৬ অক্টোবর এবং ‘সি’ ইউনিটের ফল ৪ নভেম্বর প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নানা অসঙ্গতির অভিযোগ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK