শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:৪৬
ব্রেকিং নিউজ

সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন

সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর সোয়ারীঘাট এলাকায় জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এ আগুনে ৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। শুক্রবার মধ্যরাতে লাগা এ আগুনের ধোঁয়াতেই শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাবার ও কেমিকেল থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসকর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে। তিনি আরও বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনই বলতে পারছিনা। অগ্নিকান্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন ওই পাঁচ শ্রমিক।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK