রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:১০
ব্রেকিং নিউজ

নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দির ও পুজামন্ডপে অনুদান প্রদান

নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দির ও পুজামন্ডপে অনুদান প্রদান

উত্তরণবার্তা প্রতিবেদক : নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক উপহার হিসেবে নগদ ৯ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে চৌমুহনী পৌর অডিটরিয়ামে আমেনা নূর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ টাকা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্স্যুয়ালি অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। 
 
অনুষ্ঠানে সাম্প্রদায়িক হামলায় নিহত প্রান্ত চন্দ্র দাস ও যতন সাহার পরিবারকে এক লক্ষ টাকা করে প্রদান করা হয়। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত ৭টি মন্দিরে ৫০ হাজার টাকা করে, ৭টি পূজা মন্ডপে ২৫ হাজার টাকা করে এবং আহদের ২০ জনকে ১০ হাজার করে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন ও যুগ্ম আহবায়ক সহিদ উল্যাহ খান সোহেল, বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্ল্যাহ, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ ও আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ আল জামান প্রমুখ।
উত্তরণবার্তা/এসএ/নাছির
 

  মন্তব্য করুন
     FACEBOOK