শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১২
ব্রেকিং নিউজ

একটি মহল চায় না দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক : প্রধানমন্ত্রী

একটি মহল চায় না দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক  : প্রধানমন্ত্রী

উত্তরণবার্তা ডেস্ক  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক একটি মহল তা চায় না। তারাই ইচ্ছা করে সাম্প্রতিক সহিংসতার ঘটনা ঘটিয়েছে।  ২৪ অক্টোবর রোববার সকালে পায়রা-লেবুখালী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সব বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি প্রান্ত আর প্রান্তিক মানুষকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা হবে।


দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আর্থ-সামাজিক উন্নয়ন হবে, সে লক্ষেই কাজ করছে সরকার। লেবুখালি ব্রিজ উদ্বোধনের ফলে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ও পর্যটন খাতের উন্নতি হবে বলে জানান।  তিনি বলেন, দেশের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি মহল বাংলাদেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। এসময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ