শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:১৫
ব্রেকিং নিউজ

শীতের তীব্রতা বাড়ছে উত্তরে প্রতিদিনই কমছে তাপমাত্রা

শীতের তীব্রতা বাড়ছে উত্তরে  প্রতিদিনই কমছে তাপমাত্রা

উত্তরণ বার্তা প্রতিবেদক : দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। একই সাথে প্রতিদিনই কমছে তাপমাত্রা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে গত সোমবার সকাল ৯টায় এখানে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
 
উত্তরে হিমালয় কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়।  এবারও শুরু হয়েছে শীতের দাপট। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা। সেই সঙ্গে কুয়াশা পড়তে শুরু করে। মাঝরাতে বৃষ্টির মতো চলে কুয়াশাপাত। ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে বিভিন্ন এলাকা। সকালে তাপমাত্রা অনেক নিচে নেমে আসে।  তবে সকাল ৭-৮ টার মধ্যেই সূর্যের দেখা মিলছে। দুপুর পর্যন্ত সূর্যের তাপ কিছুটা থাকলেও বিকেল গড়াতেই কমে আসে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১০ দিন ধরে পঞ্চগড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরো কমে আসতে পারে বলেও জানান তিনি।
 
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ