মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:৫১

খাদ্যের অপচয় যেন না হয় : প্রধানমন্ত্রী

খাদ্যের অপচয় যেন না হয়  : প্রধানমন্ত্রী

উত্তরণবার্তা  ডেস্ক : খাদ্যের অপচয় রোধ করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, “সারা বিশ্বে অনেক খাদ্যের অপচয় হয়। আমাদের তাই মাথায় রাখতে হবে খাদ্যের যেনো অপচয় না হয়। সেদিকে সবাইকে নজর দিতে হবে। প্রয়োজনে এ বিষয়ে গবেষণা করে করণিয় বিষয় নিয়ে ভাবতে হবে।” প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য দিবসের প্রথম ভাগে শনিবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন।


সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু ধান ১০০ অবমুক্ত করেন।এ সময় প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু ধান ১০০’ দিয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK