শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৫৯

দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্য আটক

দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্য আটক

উত্তরণবার্তা প্রতিবেদক : বরিশালের হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান। তাহসিন রহমান জানান, গত রাতে বিসিজি স্টেশন হিজলা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২১’ উপলক্ষে যৌথ অভিযান করে। অভিযান শেষে টহলদল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশন হিজলায় যাওয়ার পথে রাত সোয়া ১২ টার দিকে ডাকাতের দল তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ডের টহলদল তাদেরকে হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৪টি দেশীয় রামদা, ২ টি দেশীয় দা, ৭ টি মোবাইল ফোন ও ১টি টর্চ লাইট জব্দ করে কোস্ট গার্ড। আটককৃত ১০ জন ডাকাতকে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর   

 

 

  মন্তব্য করুন
     FACEBOOK