শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১০:৪২
ব্রেকিং নিউজ

সশরীরে পরীক্ষার মাধ্যমে খুললো জবি

সশরীরে পরীক্ষার মাধ্যমে খুললো জবি

উত্তরণবার্তা প্রতিবেদক : সশরীরে ২২টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ৫৭০ দিন পর খুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। সকালে ক্লাস রুমে প্রবেশের পূর্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ, প্রক্টর ড. মোস্তফা কামালসহ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম আক্তারুজ্জামান বলেন, ২২টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হয়েছে। সবোর্চ্চ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হয়েছে। আগের তুলনায় প্রতি রুমে ৫০ শতাংশ শিক্ষার্থী বসছে, যাতে স্বাস্থ্যঝুঁকি না থাকে। শুক্রবার এবং শনিবারও কয়েকটি বিভাগের পরীক্ষা নেয়া হবে। এদিকে প্রায় দেড় বছরের বিরতিতে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় সেশনজটের শঙ্কায় আছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK