রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:৫২
ব্রেকিং নিউজ

রাতে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে মুখোমুখি ইতালি-স্পেন

রাতে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে মুখোমুখি ইতালি-স্পেন

উত্তরণবার্তা ডেস্ক : ইউরোতে সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়ে কি ইতালির অপরাজেয় মর্যাদা কেড়ে নিতে পারবে স্পেন? প্রশ্নটা তোলা থাক কয়েক ঘণ্টার জন্য। উত্তর মিলবে রাতেই। বাংলাদেশ সময় বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটায় উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপ বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নরা।
 
রবার্তো মানচিনির ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালি টানা ৩৭ ম্যাচ ধরে অজেয়। নেশনস লিগের প্রথম সেমিফাইনালে তারা সান সিরোয় স্বাগত জানাচ্ছে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপ চ্যাম্পিয়নদের। এই তো গত জুলাইয়ে ওয়েম্বলিতে দুই দলের দেখা হয়েছিল সেমিফাইনালে। ১-১ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে স্পেনের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছিল ইতালি, যেখানে ইংল্যান্ডকে হারায় তারা।
 
এবারের সেমিফাইনালে বিজয়ী দল বেলজিয়াম কিংবা ফ্রান্সের মুখোমুখি হবে। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থাকা ইতালি এবার কঠিন লড়াইয়ের ব্যাপারে সতর্ক। মানচিনি বললেন, ‘ইউরোতে আমরা সবচেয়ে বেশি ভুগেছি স্পেনের বিপক্ষে। ভালো খেলোয়াড়দের নিয়ে তারা দারুণ দল। এটা হবে ভালো একটা ম্যাচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর (নেশনস লিগ) জিততে পারলে চমৎকার হবে। আগেভাগে বিশ্বকাপর টিকিটও কাটতে চাই। কিন্তু কিছুই সহজ হবে না। প্রত্যেক ম্যাচ কঠিন।’
 
ইউরোতে ধীর শুরুর পর স্পেন যত দিন গেছে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। কিন্তু গত মাসে তারা বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনের কাছে হেরে যায়। কোচ লুইস এনরিকের বিশ্বাস, তার দল আসন্ন চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবিলা করবে। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতা জিতলে আমাদের ভালো লাগবে। ম্যাচটা হবে খুব রোমাঞ্চকর। দেখা যাক কোন ধরনের পারফরম্যান্স আমরা ইতালিয়ান সমর্থকদের সামনে করতে পারি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা। এর চেয়ে উদ্দীপনা আর কী লাগে। আমি উন্মুখ হয়ে আছি।’ ফাইনাল হবে আগামী রোববার সান সিরোতে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে আগের দিন তুরিনে।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK