বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:২৯

সরকারি কমকর্তাদের জনগনের কাছে গিয়ে দায়িত্ব পালনের আহবান প্রধানমন্ত্রীর

সরকারি কমকর্তাদের জনগনের কাছে গিয়ে দায়িত্ব পালনের আহবান প্রধানমন্ত্রীর

উত্তরণবার্তা প্রতিবেদক :  সরকারি কমকর্তাদের জনগনের কাছে গিয়ে সেবা দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কোন মানুষ যেন ক্ষুধার্থ না থাকে, কেউ গৃহহীন না থাকে, মানুষের জীবন মান উন্নয়নে দায়িত্ব পালনের আহবানও জানান তিনি। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিচারের বাণী যাতে নিভৃতে না কাঁদে, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। সরকারের লক্ষ্য জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। সেই লক্ষ্যেই সরকারি কমকর্তাদের জনগণের কাছে গিয়ে সেবা প্রদানের কথা বলেন সরকার প্রধান।
উত্তরণবার্তা/এআর   

  মন্তব্য করুন
     FACEBOOK