শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:০৫

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৮ শতাংশ: ওবায়দুল কাদের

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৮ শতাংশ: ওবায়দুল কাদের

উত্তরণবার্তা প্রতিবেদক : পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৮ ভাগ, মূল সেতুর অগ্রগতি শতকরা প্রায় ৯৫ ভাগ এবং নদী শাসনের মোট অগ্রগতি ৮৫ দশমিক দুই পাঁচ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মাসেতু প্রকল্পের মাওয়া প্রান্তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ৮২৩টি প্লটের মধ্যে ২০টি দলিল হস্তান্তর করেন তিনি। 
 
রোববার সকালে পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মাসেতু প্রকল্পের উভয়পাড়ে মোট ৭টি পুনর্বাসন সাইটে ৩ হাজার ১১টি আবাসিক প্লট, ১০০টি বাণিজ্যিক প্লট এবং ২০টি বাণিজ্যিক স্পেস রয়েছে। 
 
সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং পদ্মাসেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন। 
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK