মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৫৭

এবার ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা হচ্ছে না

এবার ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা হচ্ছে না

উত্তরণবার্তা প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসবে এবারও ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা হচ্ছে না। এদিকে, করোনার কারণে প্রতিমা তৈরিতে বিপাকে কারিগরেরা। বায়না থাকা সত্ত্বেও সময়ের অভাবে গড়তে পারছেন না চাহিদা মাফিক প্রতিমা। আছে প্রতিমা তৈরি উপকরণের দাম বৃদ্ধি। সব মিলিয়ে পূজা এলেও স্বস্তি আসেনি প্রতিমা শিল্পীদের। বায়না আসতো রথযাত্রার পর পরই। খড় আর মাটিতে একটু একটু করে গড়ে উঠতো প্রতিমা। জুন-জুলাইয়ে উর্ধ্বমুখী করোনার কারণে তা হয়নি। দ্বিধায় থাকা পূজার আয়োজকরাও বায়না নিয়ে তাই সময় মতো হাজির হননি কারিগরদের দুয়ারে। তবে বদলানো পরিস্থিতিতে দেশে পূজার সংখ্যা গেলো বারের সংখ্যাকেও ছাড়িয়ে যাবার কথা বলছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
 
শাঁখারী বাজারের বর্ষীয়ান প্রতিমা শিল্পী হরিপদ পালের কাছে এবারও বায়না এসেছে অনেক। কিন্তু প্রতিমা গড়তে পারছেন মাত্র দুটি। বলাই পালের নেতৃত্বে অনেক কারিগর। কিন্তু তিনিও হিমসিম খাচ্ছেন উপকরণের সরবরাহ আর বাড়তি দামের কারণে। এদিকে, করোনার কারণে গেলবারের মতো এবারও কুমারী পূজা আয়োজন না করার কথা জানিয়ে দিয়েছে ঢাকা রামকৃষ্ণ মঠ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK