শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৪৯

বাংলাদেশের ছেলে, মেক্সিকোর মেয়ে

বাংলাদেশের ছেলে,  মেক্সিকোর মেয়ে

উত্তরণবার্তা ডেস্ক : মেক্সিকোর ভেরাক্রুজের কর্ডোভা সিটি হলে নাচছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলের সঙ্গে সেখানে গেছেন তাঁরা।  গত সোমবার তাঁরা দুই দেশের গানের সঙ্গে মেক্সিকো ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীকী একটি নাচ পরিবেশন করেন। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেছেন বাংলাদেশ দলের সদস্যরা। লোক ও সুফিগান করেন ফকির শাহাবুদ্দিন এবং ভাওয়াইয়া গান করেন অণিমা মুক্তি গোমেজ।
 
 
সেখান থেকে শিবলী মহম্মদ জানান, ‘আমরা রবীন্দ্র-নজরুল, লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেছি। শেষে দুই দেশের অটুট বন্ধুত্বের ওপর ছিল পরিবেশনা। সেটি দেখে যেন মনে হয়েছে, শিবলী বাংলাদেশের ছেলে, নিপা মেক্সিকোর মেয়ে।’ স্থানীয় বাসিন্দাদের নজর কেড়েছে তাঁদের পরিবেশনা। বাংলাদেশের ১৪ সদস্যের সাংস্কৃতিক দলে ছিলেন কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রশিল্পী। বাংলাদেশের শিল্পীদের প্রদর্শনীর জন্য একাধিক পোস্টারও প্রকাশ করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK