শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:৫৫

পেপারনি মিনি পিৎজা

পেপারনি মিনি পিৎজা

উত্তরণবার্তা ডেস্ক : পেপারনি মিনি পিৎজা বানানোর পদ্ধতি।
 
উপকরণ
 
ঘরে থাকা রুটি, ফ্রোজেন পেপারনি পরিমাণমতো, গ্রেট করা মোজ্জারেলা চিজ পরিমাণমতো, পিৎজা সস স্বাদমতো (বাড়িতে না থাকলে টমেটো পিউরিতে সামান্য রসুনকুচি, গোলমরিচের গুঁড়া ও ইতালিয়ান হার্ব দিয়ে মিশিয়ে নিন। এরপর ২ মিনিট চুলার ওপর জ্বাল দিয়ে নেবেন), অরিগানো সামান্য ও মাখন ১ চা-চামচ।
 
প্রণালি
 
রুটিতে সামান্য মাখন লাগিয়ে হালকা সেঁকে নিন। এবার রুটিতে প্রথমে পিৎজা সস দিয়ে গ্রেট করা মোজ্জারেলা ছড়িয়ে দিন। একেক টুকরা পেপারনি দিয়ে এক চিমটি অরিগানো ছড়িয়ে দিন। ১৮০ ডিগ্রিতে প্রি–হিট ওভেনে ১০ মিনিট বেক করবেন। চুলায় প্যান গরম করে রুটিগুলো দিয়ে ৩ মিনিট সেঁকে নিন। গরম-গরম খেয়ে নিন, চাইলে সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন।
উত্তরণবার্তা/এআর
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK