বুধবার, ২৯ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৫:০৪

সন্ত্রাসী আস্তানায় অভিযান ২টি একে-৪৭ ও গোলাবারুদ উদ্ধার

সন্ত্রাসী আস্তানায় অভিযান  ২টি একে-৪৭ ও গোলাবারুদ উদ্ধার

উত্তরণবার্তা  প্রতিবেদক :  রাঙামাটির বাঘাইছড়িতে এক অভিযানে সন্ত্রাসী আস্তানা থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে দুটি একে-৪৭ ছাড়াও বেশ কিছু গোপন নথি উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানায় অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ইউপিডিএফের ওই আস্তানায় অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ধরতে ধাওয়া করলে উভয়ের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, দুই সেট মোবাইল ও তিনটি কাপড়ের ব্যাগসহ বেশকিছু গোপন নথিপত্র উদ্ধার করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ