রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:২৬
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৫৯ : মৃত্যু ২

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৫৯  :  মৃত্যু ২

উত্তরণবার্তা প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৯৯ হাজার ৯২৫ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন ২ জন। ৪ সেপ্টেম্বর শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৩৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৬টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।
 
এতে চবি ল্যাবে ২৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৬ জন, চমেক ল্যাবে ১৯ জন এবং সিভাসু ল্যাবে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৯৬টি নমুনা পরীক্ষা করে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করে ৩ জন, এপিকে ৭২টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  
 
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে একজনের এবং ল্যাব এইডে ২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৫৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৮৬ জন এবং উপজেলায় ৭৩ জন।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK