রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৫৪
ব্রেকিং নিউজ

এক সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি সম্পন্ন হবে

এক সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি সম্পন্ন হবে

উত্তরণবার্তা  প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক বলেছেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমাদের কিছু সমস্যা সৃষ্টি হয়েছে।’ ৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গোলাম ফারুক বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এ বছরের শেষের দিকে আমাদের পূর্বেই নির্দেশনা দেয়া ছিল।

তবে, প্রতিষ্ঠান প্রধানদের ঢিলেমির কারণে অনেক প্রতিষ্ঠানই এখনো পুরোপুরি প্রস্তুত না। তবে, আগামী এক সপ্তাহের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা যাবে।’ তিনি বলেন, 'পরীক্ষার্থীরা প্রথম দিকে এসাইনমেন্ট কিছু কপি করলেও এখন তারা তা করছে না। খাতা মূল্যায়নের বিষয়ে শিক্ষকরা বর্তমানে ভাল ভাবে অবহিত রয়েছেন।' এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং এসাইনমেন্টের নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK