রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪১
ব্রেকিং নিউজ

সিলেট বিভাগে করোনায় আরও মৃত্যু ৯

সিলেট বিভাগে করোনায় আরও মৃত্যু ৯

উত্তরণবার্তা ডেস্ক : সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের প্রাণহানি ঘটেছে। এসময় আক্রান্ত হয়েছেন ১৭৩ জন,করোনা থেকে সুস্হ হয়েছেন ১৬৭ জন। আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় কটোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৯ জনের মধ্যে সিলেট জেলার ৮ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।এনিয়ে বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫২ জনের।বিভাগে এসময় মোট মোট ৯৭৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ১৭৩ জনের ফলাফল পজেটিভ আসে,এতে করে সংক্রমনের হার হচ্ছে ১৭.৭১ শতাংশ। ওই সময়ে চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৭ জন।

সিলেট বিভাগে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫২ হাজার ৫২৪ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৭২ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এনিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন  হাসপাতালে মোট চিকৎসাধীন রয়েছেন ৩৭০ জন করোনা রোগী। একই সময়ে সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ৫৭ জন।ওই সময়ে আরও ৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৭৬ জন,আগেরদিন এসংখ্যা ছিলো ১ হাজার ১৬৩ জন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK