শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:৩৬

রামেক হাসপাতালে করোনায় মৃত্যু ৭

রামেক হাসপাতালে করোনায় মৃত্যু ৭

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৫ আগস্ট বুধবার  সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ৭ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন।
 
আর বাকি ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত ৭ জনের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন এবং কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন। হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২০৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK