রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:০৯
ব্রেকিং নিউজ

৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবে ৪৩তম বিসিএসের শ্রুতিলেখকরা

৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবে ৪৩তম বিসিএসের শ্রুতিলেখকরা

উত্তরণবার্তা প্রতিবেদক : ৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য শ্রুতিলেখক পেতে প্রার্থীদের আবেদন করার আহ্বান জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদেরকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। মঙ্গলবার (২৪ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। ওই পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে, তাদের জন্য সরকারি কর্ম কমিশন থেকে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে। আরও বলা হয়েছ, শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
 
যেসব কাগজ জমা দিতে হবে:
ক. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি এবং অ্যডমিট কার্ড।
 
খ. প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
 
গ. শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন প্রদত্ত প্রত্যয়নপত্র।
 
ঘ. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি।
উত্তরণবার্তা/সাব্বির 

  মন্তব্য করুন
     FACEBOOK