শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৪৪

লাদেনের ভাতিজি: ট্রাম্পের অবশ্যই পুনরায় নির্বাচিত হওয়া উচিত

লাদেনের ভাতিজি: ট্রাম্পের অবশ্যই পুনরায় নির্বাচিত হওয়া উচিত

 যুক্তরাষ্ট্রে ৯/১১ এর মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনের ভাতিজি নূর বিন লাদিন দেশটির প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই পুনরায় নির্বাচিত হওয়া উচিত। নিউইয়র্ক পোস্টকে দেওয়া তার প্রথম সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। 
 
সাক্ষাৎকারটিতে ৩৩ বছর বয়সী লাদিন জানান, তার মতে ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি যুক্তরাষ্ট্রে ৯/১১ এর মতো আরও একটি হামলা ঠেকাতে পারেন। 
 
এসময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থী জো বাইডেনের কথা উল্লেখ করে বলেন, তিনি যদি ক্ষমতায় আসে, তবে আবারও ৯/১১ মতো ঘটনা ঘটতে পারে।
 
বর্তমানে সুইজারল্যান্ডে বসবাসকারী লাদিনের মতে, ওবামা ও বাইডেন প্রশাসনের সময় আইএস খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই মৌলবাদীদের মূলোৎপাটনের মধ্য দিয়ে বৈদেশিক হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে  রক্ষা করে চলেছেন।
 
সাক্ষাৎকারটিতে তিনি জানান, জন্ম ও বড় হওয়া সুইজারল্যান্ডে হলেও তিনি যুক্তরাষ্ট্রকে ধারণ করেন, এমনকি ছোটবেলায় তার ঘরে যুক্তরাষ্ট্রের পতাকা টানানো থাকতো। তিনবছর বয়স থেকেই মায়ের সঙ্গে ঘন ঘন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাও জানান তিনি।
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ