মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৫০
ব্রেকিং নিউজ

দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার কাজ : প্রধানমন্ত্রী

দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার কাজ  :  প্রধানমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। কয়েকবার মুত্যুর সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহ বাঁচিয়েছে। এতো বাধা অতিক্রম করে এসেছি। এখন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার কাজ। ২১ আগস্ট শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার দিনে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।এ আলোচনা সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।
শেখ হাসিনা বলেন, সেই সময়ের সরকার আলামত নষ্ট করে, সংসদে কথা বলতে না দিয়ে, তদন্ত কমিটির বানোয়াট রিপোর্ট দিয়ে সর্বশেষ জজ মিয়া নাটক বানিয়ে তদন্ত বাধাগ্রস্ত করে। তারা গুম খুনের অভিযোগ করে, আবার হারিছ চৌধুরী, সালাউদ্দিনদের বিভিন্ন দেশে পাওয়া যায়। জানা যায় তারা নিজেরাই নিজেদের গুম করেছিল। এমন ঘটনাও বাংলাদেশে ঘটে।
উত্তরণবার্তা/এআর
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ