শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৩৩

‘সাম্প্রদায়িক অপশক্তির নির্মূলে প্রস্তুত স্বেচ্ছাসেবক লীগ’

‘সাম্প্রদায়িক অপশক্তির নির্মূলে প্রস্তুত স্বেচ্ছাসেবক লীগ’

উত্তরণবার্তা প্রতিবেদক : সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গি, সন্ত্রাস নির্মূলে স্বেচ্ছাসেবক লীগ যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এসময় তারা, ১৭ আগস্টে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত পলাতক জঙ্গি ও জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
 
১৭ আগস্ট মঙ্গলবার রাজধানীর গুলশানে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন বক্তারা। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে  আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘আগস্ট মাসেই ষড়যন্ত্রকারী ঘাতক চক্র বার বার হামলা করেছিল। সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগকে সজাগ থাকতে হবে।’
 
সভাপতির বক্তব্যে নির্মল রঞ্জন গুহ বলেন, ‘বিএনপি জামাত জোট সরকার জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে দেশ থেকে জঙ্গি সন্ত্রাস নির্মূল করতে স্বেচ্ছাসেবক লীগ আছে এবং থাকবে।’
 
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অঙ্গীকার। সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গি, সন্ত্রাস নির্মূলে স্বেচ্ছাসেবক লীগ যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আজ সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করছে। ১৭ আগস্টে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত পলাতক জঙ্গি ও জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’ এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ