বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩৬
ব্রেকিং নিউজ

‘জঙ্গিদের বিষয়ে গোয়েন্দারা সবসময় তৎপর’

‘জঙ্গিদের বিষয়ে গোয়েন্দারা সবসময় তৎপর’

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘জঙ্গিদের বিষয়ে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় তৎপর রয়েছে। তারা যে এমন কিছু করবে না, সে শঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। মূলত এ কারণেই পুলিশের পাশাপাশি গোয়েন্দারা মাঠ পর্যায়ে নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে।’ ১৪ আগস্ট শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ‘১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জঙ্গিরা এ দিন অনুষ্ঠানস্থলে না পারলেও আশপাশের দুই কিলোমিটারের মধ্যে কোন ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। তাহলে তারা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করি না এ ধরনের কোন ঘটনা ঘটবে। কারণ আমরা পরিকল্পিত ভাবেই সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘সারা পৃথিবী সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গিরাও একই মিডিয়ায় তাদের রিক্রুট এবং উদ্বুদ্ধ করছে। সম্প্রতি তালেবানরা আফগানিস্তানের যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এ আহবানে সাড়া দিয়ে কিছু মানুষ ঘর ছেড়েছে। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে। আর কিছু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। তবে তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। পাশাপাশি তাদের এদেশের নেটওয়ার্কেও আমরা খোঁজখবর নিচ্ছি। সবকিছু মিলিয়ে এতোটুকু নিশ্চিত করতে পারি পুলিশ-র্যাব সহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেভাবে কার্যক্রম পরিচালনা করছে তাতে করে জঙ্গিদের আগের মতো জানান দেয়ার কোন ক্ষমতা নেই।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK