বুধবার, ২৯ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১৪

চীনের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে শিগগিরই চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী

চীনের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে শিগগিরই চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : যৌথভাবে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে শিগগিরই চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সিনোফার্মের মধ্যে এই চুক্তি হবে। সোমবার (০২ আগস্ট) দুপুরে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খসড়া চুক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। চুক্তি অনুসারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাল্ক আকারে ভ্যাকসিন পাবে। পরে তারা ভ্যাকসিন বোতলজাত, লেবেলিং ও ফিনিশিংয়ের কাজ করবে। শিগগিরই এই কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, কাজ শুরুর পর দুই মাস সময় লাগবে শেষ করতে। দেরি হলে সময়ের অপচয় হবে। সিনোফার্মের দেড় কোটি ডোজ করোনা টিকা পেতে বাণিজ্যিক চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্যেই চীন থেকে ৭০ লাখ টিকা দেশে এসেছে।
উত্তরণবার্তা/সাব্বির 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK