রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৫৩

ছবির মধ্য দিয়ে টোকিও অলিম্পিকের উদ্বোধন

ছবির মধ্য দিয়ে টোকিও অলিম্পিকের উদ্বোধন

উত্তরণবার্তা ডেস্ক : আজ ২৩ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল টোকিও অলিম্পিকের। ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন চলবে ৮ আগস্ট পর্যন্ত। করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে দেয়ার পরও অলিম্পিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা দূর হচ্ছিল না। তবে সব বাধা-অনিশ্চয়তা দূর করেই শুরু হলো অলিম্পিক।

চমৎকার আতশবাজিতে শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান।

ছবি: রয়টার্স
পারফরমারদের কাছ থেকে এমন দারুণ কিছুই দেখা গেছে আজ।
 

ছবি: রয়টার্স

কাঠের রিং দিয়ে অলিম্পিক রিং সৃষ্টি করেছেন পারফরমাররা।
কাঠের রিং দিয়ে অলিম্পিক রিং সৃষ্টি করেছেন পারফরমাররা।


স্টেডিয়ামের বাইরে চলছে অলিম্পিক বন্ধ করার আন্দোলন।

ছবি: রয়টার্স

মার্চপাস্টে সৌদি আরবের অ্যাথলেটরা।

ছবি: রয়টার্স

এমন জমকালো পোশাক পরেই এসেছিলেন ক্যামেরুনের অ্যাথলেটরা।

ছবি: রয়টার্স

৬৮ হাজার আসনের প্রায় পুরোটাই এভাবে খালি পড়ে ছিল।

ছবি: রয়টার্স

নিজেদের সংস্কৃতিকে তুলে ধরছেন লেসোথোর অ্যাথলেটরা।

ছবি: রয়টার্স

মার্চপাস্টে বাংলাদেশ দল।
ছবি: রয়টার্স

মার্চপাস্ট শেষ, স্টেডিয়ামের মধ্যে শুয়ে-বসে আয়েশ করছেন অ্যাথলেটরা।

ছবি: রয়টার্স

দারুণ দৃষ্টিনন্দন সব প্রদর্শনী ছিল উদ্বোধনী অনুষ্ঠানে।

ছবি: রয়টার্স

এভাবেই সব ইভেন্টের নাম জানিয়েছেন পারফরমাররা।

ছবি: রয়টার্স

অলিম্পিকের উদ্বোধন করছেন জাপানের সম্রাট নারুহিতো।

ছবি: এএফপি


নিজেদের মার্চ শেষে স্টেডিয়ামের ভেতরেই শুয়ে পড়েছেন কেউ কেউ।

ছবি: টোকিও অলিম্পিক

অলিম্পিকের উদ্বোধনের সময় নিজেদের সংস্কৃতি তুলে ধরেছে জাপান।

ছবি: টুইটার

অলিম্পিক মশাল হাতবদল হচ্ছে।

ছবি: রয়টার্স

টেনিস তারকা নাওমি ওসাকার হাতে তুলে দেওয়া হলো অলিম্পিক মশাল।

ছবি: রয়টার্স


অলিম্পিক মশাল জ্বালিয়ে দিলেন নাওমি ওসাকা।

ছবি: রয়টার্স

উদ্বোধনী অনুষ্ঠানের ইতি টানা হয়েছে আতশবাজির মাধ্যমে।

ছবি: এএফপি
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK