রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:০৫
ব্রেকিং নিউজ

বাংলাদেশকে ১৬৭ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

বাংলাদেশকে ১৬৭ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

উত্তরণবার্তা ডেস্ক : সিরিজ জিততে বাংলাদেশকে ১৬৭ রান করতে হবে। হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে ৬ উইকেটে ১৬৬ রান করে। ওপেনার ওয়েসলি মাধেভেরের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। তার ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরির ইনিংসটি ছিল ৫৭ বলে ৭৩ রানের। ৫টি চার ও ৩টি ছক্কায় সাজান ইনিংসটি। 
 
প্রথম ১০ ওভারে ৭৭ রান তুলেছিল জিম্বাবুয়ে। শেষ ১০ ওভারে আগ্রাসন বাড়িয়ে তোলে ৮৯ রান। তাতে বড় কৃতিত্ব শেষের ব্যাটসম্যান রায়ান বার্লের। বাঁহাতি ব্যাটসম্যান ১৯তম ওভারে সাইফ উদ্দিনকে চার-ছক্কায় উড়িয়ে ১৬ রান আদায় করেন। শেষ ওভারেই শরিফুলকে উড়ান ছক্কা।  তার ছোট্ট ক্যামিও ইনিংসটি ছিল ১৯ বলে ৩৪ রানের। ২টি করে চার-ছক্কা মারেন তিনি। 
 
শেষ ম্যাচে ১৫৩ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এবারের লক্ষ্যটা আরেকটু বড় অতিথিদের। স্কোর: জিম্বাবুয়ে ১৬৬/৬, ওভার: ২০
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK