সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:৪২
ব্রেকিং নিউজ

মিরসরাইয়ে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মিরসরাইয়ে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উত্তরণবার্তা প্রতিবেদক : মিরসরাইয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দিদারুল আলমকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ১৮ জুলাই রবিবার দিবাগত রাতে মিরসরাই সদরের সুফিয়া রোড গুলিস্তান পেট্রোল পাম্পের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিদারুল আলম করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের সৈয়দ আহম্মদের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি করেরহাটের কাটাগাং এলাকার সৌরব হোসেনকে (২৫) দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরদিন ২০ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সৌরবের পরিবার দিদারসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় জাহাঙ্গীর, জাফর, সৈয়দ আহম্মদ, দিদারুল আলমের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দিদারুল আলম দীর্ঘদিন প্রবাসে পলাতক ছিলেন। জোরারগঞ্জ থানার এএসআই আমজাদ হোসেন বলেন, যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত দিদারুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার গ্রেফতার করার পর ১৯ জুলাই সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ