বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:১৮
ব্রেকিং নিউজ

মডার্নার ৩০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

মডার্নার ৩০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

উত্তরণবার্তা প্রতিবেদক : টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার শনিবার এক টুইটে এ খবর জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মডার্নার ওই ৩০ লাখ টিকা সোমবার ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
 
কোভ্যাক্সের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া তিন কোটি টিকার তালিকায় রয়েছে বাংলাদেশ। কোভ্যাক্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। বাংলাদেশ রয়েছে সে তালিকায়। কোভ্যাক্স ছাড়াও যুক্তরাষ্ট্র ১ কোটি ৪০ লাখ টিকা দেবে বাংলাদেশকে। এছাড়াও হোয়াইট হাউজ থেকে এশিয়ার দেশগুলোর জন্য বরাদ্দ হওয়া ৭০ লাখ টিকা থেকে কিছু পাবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা পাবে বাংলাদেশ।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ