মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৩১

খুলনায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উদযাপন

খুলনায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উদযাপন

উত্তরণ বার্তা প্রতিবেদক : ‘বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর’- এ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসন উদযাপন করেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর তথা জনগণের দোরগোড়ায় সেবার দশ বছর পূর্তি।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির ভাষণে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হ্ওালাদার বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তবতা। তিনি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূলের জনগণ আজ সরাসরি উপকার পাচ্ছেন।

আলোচনা সভায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক দূরদর্শী ও যুগান্তকারী পদক্ষেপ।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধমে ২০৪১ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী দেশ, যা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্মলালিত স্বপ্ন। অনুষ্ঠানে দশবছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কেক কাটা হয়।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK