রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০০:২৭

হারের পর ওয়েম্বলির রাস্তায় রীতিমতো তাণ্ডব ইংরেজ সমর্থকদের

হারের পর ওয়েম্বলির রাস্তায় রীতিমতো তাণ্ডব ইংরেজ সমর্থকদের

উত্তরণবার্তা ডেস্ক : বিতর্ক তৈরিতে ইংরেজ সমর্থকদের জুড়ি মেলা ভার। ওয়েম্বলিতে ইউরো ফাইনাল শেষে ইটালি সমর্থকদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা থেকে শুরু করে তাঁদের উপর হামলার মতো ঘটনা ঘটিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, ইটালির জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। 
 
রবিবার মধ্যরাতে ইউরো ফাইনালে আশা জাগিয়েও ইটালির কাছে পেনাল্টি শুটআউটে হেরে যায় গ্যারেথ সাউথগেটের দল। সেই হার হজম করতে না পেরে কার্যত তাণ্ডব শুরু করেন ইংরেজ সমর্থকরা। স্টেডিয়াম থেকে বেরনোর পরই ইটালির সমর্থকদের উপর চড়াও হয় তাঁরা। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য থেকে শুরু করে মারধরের ঘটনাও ঘটে। এমনকী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় দেখা গিয়েছে, এক ইংরেজ সমর্থক ইটালির পতাকাতে থুতুও ছেটাচ্ছেন। ফুটবল মহল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
 
যদিও রবিবার ম্যাচ শুরুর আগেই হাজারে হাজারে ইংরেজ সমর্থক কার্যত তান্ডব চালান লন্ডনের রাস্তায়। সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধেও ন্যাক্কারজনক কান্ড ঘটিয়েছিলেন ইংল্যান্ডের সমর্থকরা। ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্কিমিচেলের মুখে লেজার রশ্মি ফেলে মনোসংযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন তাঁরা। ডেনমার্কের জাতীয় সংগীতকেও ব্যঙ্গ করা হয়। গ্যালারিতে আতশবাজি জ্বালানো হয়। তারপরেই উয়েফার পক্ষ থেকে জরিমানা করা হয় ইংল্যান্ডকে। এরপর সাউথগেট দলের সমর্থকদের সংযত হওয়ার বার্তা দিয়ে বিপক্ষ দলের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করতে বারণ করেন। 
 
কিন্তু তাতেও লাভ হয়নি। ফাইনালেও ইটালির জাতীয় সংগীতের সময় একই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। এমনকি টিকিট না থাকা ইংল্যান্ডের সমর্থকরা কাতারে কাতারে ওয়েম্বলির বাইরে জড়ো হয়ে জোরপূর্বক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছে। বাধাপ্রাপ্ত হয়ে শয়ে শয়ে বিয়ারের বোতল ছুঁড়তেও দেখা যায় তাঁদের। কয়েকশো মদ্যপ সমর্থক স্টেডিয়ামের বাইরে বাসে উঠে তাণ্ডব চালায়। শেষপর্যন্ত স্টেডিয়ামে কর্তৃপক্ষের অনুরোধে বিশৃঙ্খল জনতাকে বাগে আনতে বিশাল পুলিশ বাহিনীও নামাতে হয়। এই ঘটনার নিন্দা করেছে ইংল্যান্ড ফুটবল সংস্থা।
উত্তরণবার্তা/সাব্বির
 

  মন্তব্য করুন
     FACEBOOK