রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০২:৩৭
ব্রেকিং নিউজ

ইউরোতে কোন দল পেল কত টাকা, কে জিতল কোন পুরস্কার?

ইউরোতে কোন দল পেল কত টাকা, কে জিতল কোন পুরস্কার?

উত্তরণবার্তা ডেস্ক : রোববার রাতে পর্দা নামল এক মাসব্যাপী চলা জমজমাট ইউরো কাপের। লন্ডনের ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় ইউরো শিরোপা জিতেছে ইতালি। ইউরো কাপের স্বাদ অধরাই রেখে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। পুরো আসরের ৫১ ম্যাচে গোল হয়েছে মোট ১৪২টি। যার মধ্যে ১১টি ছিল আত্মঘাতী গোল। ফাইনাল ম্যাচের পর দেয়া হয়েছে আসরের সেরা পারফরমারদের পুরস্কার। পুরো টুর্নামেন্টের খেলা বিশ্লেষণ করে ইউরো কাপের টেকনিক্যাল পর্যবেক্ষকরা নির্ধারণ করেছে জয়ীদের নাম।
 
এবারের ইউরো কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমা। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন এ ২২ বছর বয়সী গোলরক্ষ। এছাড়া পুরো আসরেই গোলবারের নিচে ছিলেন আস্থার প্রতীক হয়ে। যার সুবাদে ইউরো কাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে গোল্ডেন বল পেয়েছেন ডনারুমা। তার আগে ১৯৯২ সালের আসরে ডেনমার্ককে শিরোপা জিতিয়ে আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল।
 
দ্বিতীয় রাউন্ডে বাদ পড়লেও মাত্র ৪ ম্যাচে ৫ গোল করার সুবাদে গোল্ডেন বুট জিতেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সমান ৫ গোল ছিল ডেনমার্কের প্যাট্রিক শিকেরও। তবে সঙ্গে ১টি এসিস্ট থাকায় গোল্ডেন বুট পেয়েছেন রোনালদো। শিককে দেয়া হয়েছে সিলভার বুট।
 
টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার ব্রোঞ্জ বুটের দৌড়ে ছিলেন চারজন খেলোয়াড়। তারা হলেন করিম বেনজেমা, হ্যারি কেইন, এমিল ফর্সবার্গ ও রোমেলু লুকাকু। তাদের সবার গোল সমান ৪টি। তবে সবচেয়ে কম সময় খেলে ৪ গোল করায় বেনজেমা জিতেছেন ব্রোঞ্জ বুট। ১৯৯৮ সালের ১ জানুয়ারির পরে জন্ম যাদের, তাদের পারফরম্যান্স বিবেচনা করে দেয়া হয়েছে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। অন্যদের চেয়ে যোজন দূরত্বে এগিয়ে থেকে এই পুরস্কার জিতেছেন স্পেনের ১৮ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি গনজালেজ। সেমিফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচে দুর্দান্ত পারফরম করেছেন পেদ্রি।
 
 
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এবারের লড়াইয়ে খেলা ২৪ দলকেই দেয়া হয়েছে অংশগ্রহণ ফি হিসেবে ৯.২৫ মিলিয়ন ইউরো করে। এর বাইরে চ্যাম্পিয়ন-রানার্সআপ থেকে শুরু করে টুর্নামেন্টের র‍্যাংক অনুযায়ী বিভিন্ন পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছে দলগুলো। যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য!
 
ইউরো কাপের ২৪ দল কত টাকা করে পেল সেটি নিচে দেয়া হলো
 
১/ ইতালি - ৩৪ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪১ কোটি টাকা)
২/ ইংল্যান্ড - ৩০.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩০৩ কোটি টাকা)
৩/ স্পেন - ২২.৫ মিলিয়ন ইউরো (প্রায় ২২৬ কোটি টাকা)
৪/ ডেনমার্ক - ২১ মিলিয়ন ইউরো (প্রায় ২১০ কোটি টাকা)
৫/ বেলজিয়াম - ১৯ মিলিয়ন ইউরো (প্রায় ১৯০ কোটি টাকা)
৬/ সুইজারল্যান্ড - ১৬.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ কোটি টাকা)
৭/ চেক রি পাবলিক - ১৬.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ কোটি টাকা)
৮/ ইউক্রেন - ১৬ মিলিয়ন ইউরো (প্রায় ১৬০ কোটি টাকা)
৯/ নেদারল্যান্ডস - ১৫.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৫৮ কোটি টাকা)
১০/ সুইডেন - ১৫ মিলিয়ন ইউরো ((প্রায় ১৫০ কোটি টাকা)
১১/ অস্ট্রিয়া - ১৪.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৪৩ কোটি টাকা)
১২/ ফ্রান্স - ১৪.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৪৩ কোটি টাকা)
১৩/ পর্তুগাল - ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)
১৪/ ক্রোয়েশিয়া - ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)
১৫/ জার্মানি - ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)
১৬/ ওয়েলস - ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)
১৭/ ফিনল্যান্ড - ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)
১৮/ স্লোভাকিয়া - ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)
১৯/ রাশিয়া - ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)
২০/ হাঙ্গেরি - ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)
২১/ পোল্যান্ড - ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি টাকা)
২২/ স্কটল্যান্ড - ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি টাকা)
২৩/ তুরস্ক - ৯.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৯৩ কোটি টাকা)
২৪/ উত্তর মেসিডোনিয়া - ৯.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৯৩ কোটি টাকা)
উত্তরণবার্তা/সাব্বির
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK