রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:৫২
ব্রেকিং নিউজ

রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড, প্রতিপক্ষ ডেনমার্ক

রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড,  প্রতিপক্ষ ডেনমার্ক

উত্তরণবার্তা ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে ডেনমার্ক ও ইংল্যান্ড। ইতিহাসের সামনে দাঁড়িয়ে থ্রি লায়নরা। ওয়েম্বলিতে দু’দলের এ লড়াই শুরু হবে রাত ১টায়। ওয়েম্বলিতে রোমাঞ্চকর এক রাতের অপেক্ষায় ফুটবল দুনিয়া।  ৫৫ বছর পর ফুটবলের বড় কোনো আসরের ফাইনালে ওঠার অপেক্ষায় ইংল্যান্ড। প্রতিপক্ষ ডেনমার্ক ২৯ বছর ধরে প্রহর গুনছে আরও একবার ইউরোর ফাইনালের মঞ্চে পা রাখার। উত্তাপ ছড়াচ্ছে ডেনমার্ক-ইংল্যান্ড মহারণ। এ যেন এক অগ্নিপরীক্ষা। ওয়েম্বলিতে ৬০ হাজার দর্শকের সামনে সে পরীক্ষায় কে করবে পাস? শোনা যাবে কি সিংহের গর্জন নাকি আবারও হবে ডেনিস রূপকথা।
 
১৯৬৬ সালে আলফ রামসির অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেট কি পারবেন রামসির সাফল্যের পুনরাবৃত্তি করতে? রাশিয়া বিশ্বকাপের পর আরও একটি বড় আসরের সেমিফাইনালে ইংল্যান্ড। ক্রোয়েশিয়াকে হারিয়ে স্বপ্নযাত্রার শুরু। স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলেও চেক প্রজাতন্ত্র, জার্মানি এবং সবশেষ শিকার ইউক্রেন। এবার ডেনমার্কের দুরন্ত যাত্রা থামিয়ে ওয়েম্বলিতে উৎসব করতে চান গ্যারেথ সাউথগেট।
 
ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট বলেন, সমর্থকদের পাশে পাব আমরা। আমি জানি আমাদের ইতহিাস খুব একটা সমৃদ্ধ নয়। তবে, এবার সবাই আমাদের ঘিরে স্বপ্ন দেখছে। সে যাত্রায় ফুটবলাররা জানে তাদের কি করতে হবে। ডেনমার্ক দুর্দান্ত খেলছে। ওদের নিয়ে সতর্ক আমরা।
মাঠের বাইরে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের প্রিয় বন্ধু এরিকসেন। মাঠে দুজনের দ্বৈরথ দেখার সুযোগ না হলেও প্রিয় বন্ধুর প্রতি শ্রদ্ধা রেখেই খেলতে নামবেন তিনি। থাকবে বিশেষ চমকও। আসরে তিনটি করে গোল করেছেন কেইন ও রাহীম স্টারলিং। দুর্দান্ত ফর্মে আছেন দুজন। ম্যাচের আগে ইনজুরি নিয়ে একেবারেই নির্ভার ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের সম্ভাব্য ফরমেশন ৪-২-৩-১।
 
ইউরোর ইতিহাসে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাাইনালে জায়গা করে নেয়া প্রথম দল ডেনমার্ক। রাশিয়া, ওয়েলস ডেনিস রাজত্বের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সবাই। নিজেদের প্রথম ম্যাচেই কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুর কাছে গিয়েও ফিরে আসেন এরিকসেন। তেমনিভাবে ডেনামর্কও খাদের কিনারায় পৌঁছেও জয় করেছে সব বাধা। চাপমুক্ত হয়েই ইংলিশ দুর্গ জয়ের আশা কোচ ক্যাসপার উলমান্ডের। সম্ভাব্য ৩-৪-৩ ফরমেশনেই খেলার পরিকল্পনা কোচের।
 
ডেনমার্ক কোচ ক্যাসপার উলমান্ড বলেন, আমরা মোটেও ইংল্যান্ডকে ভয় পাচ্ছি না। ওয়েম্বলিতে ওদের হারিয়ে আরো একবার ফাইনালে ওঠার লক্ষ্য আমাদের। স্মাইকেল, ক্রিস্টেনসেনদের ওপর পুরো আস্থা আছে আমার। চাপমুক্ত হয়ে খেলতে চাই আমরা। পরিংসংখ্যানে দু’দলের ২৩ বারের দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে আছে ইংর‌্যান্ড। ৫টি জয় আছে ডেনমার্কের। ৫টি ম্যাচ হয়েছে ড্র। 
উত্তরণবার্তা/সাব্বির
 

  মন্তব্য করুন
     FACEBOOK