রবিবার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:১৫
ব্রেকিং নিউজ

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ শুরু আজ

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ শুরু আজ

উত্তরণবার্তা ডেস্ক : জিম্বাবুয়ের কন্ডিশনে টানা দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। নেটে ব্যাটিং-বোলিংয়ের পর এবার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মুমিনুল হকের দল। একমাত্র টেস্টের জন্য ম্যাচের আবহে প্রস্তুতি সারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। কন্ডিশনে মানিয়ে নেয়া, সিরিজের প্রস্তুতির জন্য আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বিসিবির মিডিয়া বিভাগ গতকাল শুক্রবার জানিয়েছে, হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) শুরু হবে ম্যাচ।

জিম্বাবুয়েতে অবস্থানরত জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে, সফরে কন্ডিশনই হবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেয়ার ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচটি বড় উপলক্ষ হবে টাইগারদের জন্য। দেশ থেকে ইনজুরি নিয়ে গেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম হাঁটুর ও মুশফিকের ইনজুরি আঙুলে। দুজনই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। প্রথমদিন দুজনই হালকা নকিং করেছেন। গতকাল তামিম, মুশফিক নেটেও ব্যাটিং করেছেন। নেটের ব্যাটিংয়ে স্পষ্ট ইনজুরি কাটিয়ে অনেকটাই কাটিয়ে উঠেছেন তারা। ইনজুরির কারণে তৈরি হওয়া জড়তা কেটে গেছে। আজ শুরু হতে চলা প্রস্তুতি ম্যাচে তাদের খেলার সম্ভাবনাই বেশি।

তামিম-মুশফিক ফিট হয়ে গেলে বাংলাদেশ দলের জন্যই স্বস্তির খবর। এটুকু নিশ্চিত যে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান খেললে প্রস্তুতি ম্যাচে সব ব্যাটসম্যান ব্যাটিংয়ের সুযোগ নাও পেতে পারে। ১৮ সদস্যের দল নিয়ে টেস্ট খেলতে গিয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও হয়তো ম্যাচ খেলার সুযোগ পাবেন না। তামিম-মুশফিকের ইনজুরির কারণেই ঝুঁকি এড়াতে ১৬ মাস পর হুট করে মাহমুদউল্লাহকে টেস্ট দলে ফেরানো হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারে আসা সাকিব আল হাসানও পুরোদমে অনুশীলন করেছেন গতকাল। সব সিনিয়র ক্রিকেটার থাকায় টেস্টে পূর্ণশক্তির দলই পাচ্ছে বাংলাদেশ। আগামী ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK