বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৪৯
ব্রেকিং নিউজ

জিম্বাবুয়ে সবাই করোনা টেস্টে নেগেটিভ, অনুশীলনে নামছেন টাইগাররা

জিম্বাবুয়ে সবাই করোনা টেস্টে নেগেটিভ, অনুশীলনে নামছেন টাইগাররা

উত্তরণবার্তা ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল এখন জিম্বাবুয়ে সফরে রয়েছে । দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা সেখানে করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে অনুশীলনে নামতে কোনো বাধা নেই। বৃহস্পতিবার থেকেই টাইগাররা হারারেতে অনুশীলন শুরু করবেন।
 
বাংলাদেশ ক্রিকেট দল করোনাকালে এবারই প্রথম কোয়ারেন্টিনের বাধ্যবাধকতাহীন এক সফরে গেল। ফলে সফরে গিয়ে প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েই ব্যাট-বল হাতে মাঠে নামার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। ২৮ জুন দিবাগত রাতে বাংলাদেশ ছাড়ে টাইগাররা। পরে কাতারের দোহা ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হয়ে যেতে হয়েছে জিম্বাবুয়েতে। হারারেতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট শুরু হবে ৭ জুলাই। টেস্টের পর স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।
উত্তরনবার্তা/সাব্বির
 

  মন্তব্য করুন
     FACEBOOK