শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:২৩

লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ

লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে সড়ক, রেল ও নৌপথের সব গণপরিবহন বন্ধ থাকবে। এমনকি অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলও বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। সরকারের বিধিনিষেধের আওতায় এতদিন সড়ক, নৌ ও রেলপথ বন্ধ থাকলেও চালু ছিল আকাশপথ। এর মাধ্যমে জরুরি প্রয়োজনে রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন মানুষ। এবার সেই সুযোগও আর থাকছে না। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হলে শাস্তির আওতায় আসতে হবে। তবে প্রবাসী কর্মীরা ফ্লাইটের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে চলাচল করতে পারবেন।

এর আগের বিধিনিষেধগুলোতে প্রবাসী কর্মীদের যাতায়াতের বিষয়টিকে প্রাধান্য দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট চালু রেখেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে সাত দিনের কঠোর বিধিনিষেধ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। অবশ্য জুলাই মাস থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে আকাশপথ। চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। সে সময় আন্তজেলা পরিবহনগুলোর মতো বন্ধ করা হয় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। অবশ্য ২১ এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ