শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:০১

আগামী সপ্তাহে আসছে চীনের ২০ লাখ টিকা

আগামী সপ্তাহে আসছে চীনের ২০ লাখ টিকা

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনা মহামারি প্রতিরোধে চীন থেকে ২০ লাখ সিনোফার্মের টিকা আসছে দেশে। আগামী সপ্তাহ নাগাদ এই টিকা ঢাকা পৌঁছানোর কথা। ৩০ জুন বুধবার ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০ লাখ টিকা বেইজিং এয়ারপোর্টে নেয়া হয়েছে। চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ওই টিকা খুব শিগগিরই ঢাকায় আনা হবে।

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। আর ১৩ জুন উপহার দেয় ৬ লাখ টিকা। দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেয় চীন। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ