শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:১২

যা যা খোলা থাকবে লকডাউনে

যা যা খোলা থাকবে লকডাউনে

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে ১ জুলাই বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৩০ জুন বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

যা যা খোলা থাকবে লকডাউনে
১. আইনশৃঙ্খলা ও জরুরি পরিসেবা যেমন; কৃষিপণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবা, কভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারি ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

২. পণ্য পরিবহনে নিয়যিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

৩. বন্দরসমূহ (বিমান, সমুদ্র নৌ ও স্থল) এবং এ সংশ্লিষ্ট অফিস এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

৪. শিল্প-কারখানা স্বাস্থবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকবে।

৫. কাঁচাবাজার ও নিত্যপ্রজনীয় দ্রব্যাদির দোকান প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

৬. ওষুধ, চিকিৎসাসেবা নেওয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে বের হওয়া যাবে।

৭. করোনার টিকার জন্য কার্ড নিয়ে বের হওয়া যাবে।

৮. হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে।

৯. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।  ফ্লাইটের যাত্রীরা যানবাহন ব্যবহার করতে পারবেন।

১০. স্বাস্থবিধি মেনে মসজিদে নামাজ পড়া যাবে।   
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ