বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:১৩
ব্রেকিং নিউজ

তিন পার্বত্য জেলার ৪২ হাজার ৫শ’ পরিবার পাবে সোলার সিস্টেম : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

তিন পার্বত্য জেলার ৪২ হাজার ৫শ’ পরিবার পাবে সোলার সিস্টেম : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

দেশকণ্ঠ প্রতিবেদন, ঢাকা : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, তিন পার্বত্য জেলার বিদ্যুৎ বিহীন দূর্গম এলাকার জনসাধারণের সুবিধার্থে বর্তমান সরকার ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার পরিবারের মধ্যে সোলার সিস্টেম বিতরণের উদ্যোগ নিয়েছে।
 
তিনি মঙ্গলবার সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন পরিষদের অধীন এলাকায় স্থানীয়দের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণের সময় এ কথা বলেন।
 
এসময় পার্বত্য মন্ত্রী বলেন, দ্রুত এ প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের কাজ সম্পন্ন হলে তিন পার্বত্য এলাকার দুর্গম এলাকাগুলো বিদ্যুৎ সুবিধার আওতায় চলে আসবে।
 
বীর বাহাদুর বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য এলাকার জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। এলাকার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়।
 
প্রধান অতিথির বক্তব্য শেষে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি সুয়ালক ইউনিয়নের গরিব ও অসহায় ৪৩ পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম তুলে দেন।
 
পরে, তিনি সুয়ালক এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুলতানপুর সড়কের উদ্বোধন ও ৩ কোটি ৮২ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে রেইছা বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর কাউন্সিলর মো: হাবিবুর রহমান খোকন, অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা ও প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন।
 
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
     FACEBOOK