সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:২৩
ব্রেকিং নিউজ

ভাঙবো না বরং জোড়া দেব

ভাঙবো না  বরং জোড়া দেব

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : অতীতে যা হয়েছে সেই তিক্ততা ভুলে সকলকে নিয়ে ঐক্য ও সহনশীল সমাজ গড়ে তোলার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বিজয় ভাষণে তিনি এই আহবান জানান।বাইডেন বলেন, ‘এই জয় আসলে আমেরিকার মানুষের জয়। আপনাদেরই একজন এখন থেকে হোয়াইট হাউসে থাকবে।’ এসময় তিনি ঐক্য শব্দটির উপর বারবার বিশেষ গুরুত্ব দেন।
 
পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘দেশ ও সমাজকে ভাঙতে দেব না, বরং জোড়ার চেষ্টা করবো।’
বাইডেন আশ্বাস দেন যে, তিনি এমন একজন রাষ্ট্রপতি হবেন, যিনি যুক্তরাষ্ট্রকে লাল বা নীল হিসেবে দেখবেন না বরং যুক্তরাষ্ট্র হিসেবে দেখবেন এবং পুরো ক্ষমতা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করবেন।
 
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে এখন রোগমুক্ত করার সময়। এখন তিক্ততা ভুলে যাওয়ার সময় এসেছে। নির্বাচনের কারণে যে হিংসা দেখা দিয়েছিল তা কমাতে হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমরা আবার একে অপরের সঙ্গে দেখা করব এবং একে অপরের কথা শুনব।’
 
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা যদি একে অপরকে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সহযোগিতা করার সিদ্ধান্তও নিতে পারি।’ ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমিও বেশ কয়েকবার হেরেছি, আমি আপনার হতাশা বুঝতে পারছি।’
 
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK