শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৫৯

৭ নভেম্বর: হাসতে নেই মানা

৭ নভেম্বর: হাসতে নেই মানা

উত্তরণ বার্তা   ডেস্ক : ০৭ নভেম্বর ২০২০.
 
* জোকস-১
 
পিন্টু: নারী যদি শক্তির প্রতীক হয়, তবে পুরুষ কীসের প্রতীক?
নান্টু: সহ্যশক্তি!
পিন্টু: কীভাবে?
নান্টু: নারী যে শক্তি প্রয়োগ করে, পুরুষকে তা সহ্য করতে হয়।
 
* জোকস-২
 
মর্জিনা: আমাকে ২০০ টাকা বাড়িয়ে দেন। নইলে আপনার দোকানে কাজ করতে পারমু না।
মালিক: তোর আগে বাবুলও তো এই দোকানে কাজ করেছে। তাকেও তো ১০০ টাকা দিয়েছি। তোকে ৩০০ দেব কেন?
মর্জিনা: বাবুল যখন কাজ করতো; তখন যা কাস্টমার আসতো, আমি আসার পরে তা চারগুণ বেড়ে গেছে। সেই লাভ শুধু আপনি একা ভোগ করবেন। তা কী হয়?
 
* জোকস-৩
 
শিক্ষক: এই পল্টু, তুই বল তো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি কোনটি?
পল্টু: পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণি হচ্ছে গরু।
শিক্ষক: এটা কিভাবে সম্ভব? ব্যাখ্যা দে।
পল্টু: স্যার, অতি চালাকের গলায় দড়ি। বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণি।
 
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK