শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:২৯
ব্রেকিং নিউজ

প্রবাস আয় বাড়াতে রেমিট্যান্সে দুই শতাংশ প্রণোদনা অব্যাহত

প্রবাস আয় বাড়াতে রেমিট্যান্সে দুই শতাংশ প্রণোদনা অব্যাহত

উত্তণবার্তা প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মহামারি করোনাভাইরাসের মধ্যেও চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রবাস থেকে আয় এসেছে ২২ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যা প্রবৃদ্ধির ৪০ দশমিক ১ শতাংশ। প্রবাস আয় বাড়াতে বাজেটে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানান অর্থমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
 
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ঘোষিত প্রবাস আয়ের উপর দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাস আয়ের ক্ষেত্রে এ ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। কোভিড মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, তখন প্রবাস আয়ের এ অভাবনীয় সাফল্য আমাদের স্বস্তির মধ্যে রেখেছে। 
 
তিনি আরও বলেন, সামগ্রিক বাস্তবতায় এবং বৈধ প্রবাস আয় পাঠানো বা রেমিট্যান্সে উৎসাহিত করতে আগামী অর্থবছরেও এখানে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয় প্রবাহ বাড়াতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষ ‘প্যাকেজ কর্মসূচি’ চালুর উদ্যোগ নেওয়া হবে। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উত্থাপন বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ