শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০২:০১

দিয়াবাড়িতে মেট্রোরেলের দ্বিতীয় সেটের খালাস প্রক্রিয়া শুরু

দিয়াবাড়িতে মেট্রোরেলের দ্বিতীয় সেটের খালাস প্রক্রিয়া শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে চলছে মেট্রোরেলের ২য় সেটের আনুষ্ঠানিক খালাস প্রক্রিয়া। মঙ্গলবার (১ জুন) মেট্রোরেলের ২য় এ সেটটি ঢাকায় পৌঁছার পর আজ বুধবার দুপুর ২টা নাগাদ খালাস প্রক্রিয়া শুরু করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে, বৃষ্টির কারণে মেট্রোরেলের সেট বহনকরী লরি চলাচলের রাস্তাটি ব্যবহারের অনুপযুক্ত হওয়ায় বিকল্প রাস্তা ব্যবহার করা হয়েছে। এতে খালাসের নির্ধারিত সময়ের প্রায় ৬ঘন্টা পর প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। জানা গেছে, ১৯টি ধাপে পরীক্ষা-নিরীক্ষার পর সেটটি চলাচলের উপযুক্ত কিনা তা দেখা হবে।
 
এর আগে, ট্রেনের ৬টি কোচ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার থেকে ৯টার মধ্যে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ডিপোর কাছে ডিএমটিসিএলের নতুন জেটিতে পৌঁছেছে। গত ২১ এপ্রিল মেট্রোরেলের প্রথম সেট ঢাকায় পৌঁছায়। জাপান থেকে মেট্রোরেলের দ্বিতীয় সেট গত ৯ মে মোংলা বন্দরে পৌঁছায়। ডিএমটিসিএল সূত্র জানায়, প্রতিটি ট্রেনের ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ ২ হাজার ৩০৮টি আসন। ডিএমটিসিএল ২০১৭ সালের আগস্টে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামের সঙ্গে মেট্রোরেলের জন্য ২৪ সেট ট্রেন তৈরির চুক্তি সই করে। গত বছরের ডিসেম্বরের মধ্যে পাঁচ সেট ট্রেন তৈরি হয়। তৃতীয় সেট আগামী ১৩ আগস্ট ডিপোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ