বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:০০

খেলাঘরকে উড়িয়ে জিতল প্রাইম দোলেশ্বর

খেলাঘরকে উড়িয়ে জিতল প্রাইম দোলেশ্বর

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে উড়িয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল প্রাইম দোলেশ্বর। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ রানে জয় পায় দোলেশ্বর। এর আগে প্রথম রাউন্ডে প্রাইম দোলেশ্বরের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। তাতে ১ পয়েন্ট পায় তারা। অন্যদিকে খেলাঘরের এটি দ্বিতীয় পরাজয়। ব্যাট-বলে দাপট দেখিয়ে জিতেছে দোলেশ্বর। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৯ রান তোলে তারা। লক্ষ্য তাড়ায় খেলাঘর সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি করতে পারেনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রাইম দোলেশ্বরের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে ৪৫ রান তুলে নেয় দলটি। ৪০ রান একাই করেন ইমরান উজ জামান। ডানহাতি ব্যাটসম্যান মাত্র ১৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। প্রথম ওভারে কভারে খালেদ আহমেদকে ছক্কায় উড়ানোর পর দ্বিতীয় ওভারে টিপু সুলতানকে দুই স্লগ সুইপে দুই ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটসম্যান। আর আরও কয়েকটি বাউন্ডারিতে দ্যুতি ছড়ান এ ব্যাটসম্যান।তার ব্যাটে লাগাম টানেন খালেদ। শর্ট বল পুল করতে গিয়ে হাওয়ায় ক্যাচ ভাসান ডানহাতি ব্যাটসম্যান। আক্রমণাত্মক এ ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর দোলেশ্বরের ইনিংসের রান তোলার গতি কমে আসে। ফজলে মাহমুদ মাত্র ২২ বলে ১৪ রান করেন। সাইফ হাসান ৩৩ বলে করেন ২৮ রান।

মধ্যভাগে গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন মার্শাল ও শামীম। তবে বেশিদূর যেতে পারেননি তারা। ২০ বলে ১ চারে ২১ করেন মার্শাল। শামীমম ১২ বলে ২ বাউন্ডারিতে ১৬ রান করেন। শেষ দিকে ৯ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান তুলে দলের রান ১৪৯ এ নিয়ে যান শরীফ উল্লাহ। বল হাতে খেলা ঘরের হয়ে ২টি করে উইকেট নেন খালেদ ও মাসুম। লক্ষ্য তাড়ায় ১৫ রান তুলতে ৩ উইকেট হারায় খেলাঘর। ওপেনার সাদিকুর ফরহাদ রেজাকে এক ছক্কা উড়িয়ে রানের খাতা খুললেও এক বল পর সাজঘরে ফেরেন। শরীফ উল্লাহ বোলিংয়ে এসে বোল্ড করেন ইমতিয়াজ তান্নাকে। এরপর জহুরুল অমি রান আউট হন শামীম হোসেনের থ্রোতে।

টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দ্রুত সাজঘরে ফিরলে বিপদে পড়ে খেলাঘর। সেখান থেকে সালমান ও ফরহাদ ৪০ রানের জুটি গড়লেও রান তোলার গতি ছিল না। তাতে ম্যাচ নাগালের বাইরে চলে যায়। ১১তম ওভারে কামরুল ইসলাম রাব্বী এ জুটি ভাঙলে পরের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে লেগে ছিলেন। শেষ দিকে দেয়াল হয়ে দাঁড়িয়ে রিশাদ চেষ্টা করেছিলেন। ১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় তুলে নিয়েছিলেন ৩৭ রান। তাতে কাজ হয়নি। ১৩০ রানে শেষ তাদের লড়াই। ২টি করে উইকেট নিয়ে দলের হয়ে ভূমিকা রাখেন রাব্বী, রেজাউর ও এনামুল হক জুনিয়র। ১টি করে উইকেট পেয়েছেন ফরহাদ রেজা, শরীফ উল্লাহ ও তাইবুর রহমান।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK