শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:০৭

ফিশ ফ্রাই রেসিপি

ফিশ ফ্রাই রেসিপি

উত্তরণ বার্তা  লাইফস্টাইল  ডেস্ক : গরম ভাতের সঙ্গে মাছ ভাজি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। মাছ দিয়ে সুস্বাদু অনেক খাবারই রান্না করা যায়। মাছের একটি মজাদার রেসিপি হচ্ছে– বাহারি ফিশ ফ্রাই।

বিকালের টিফিনে চায়ের সঙ্গে দারুণ জমবে ছাঁকা তেলে ভাজা ফিশ ফ্রাই। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফিশ ফ্রাই।

উপকরণ

৪টি ভেটকি মাছের পিস, ২ চামচ পাতিলেবুর রস, ১ চিমটে গরম মসলা, ২ চা চামচ আদা-রসুন বাটা, ২ চা চামচ পেঁয়াজ বাটা, ২ চা চামচ কাঁচামরিচ বাটা, ১ চামচ ধনেপাতা বাটা, ২ কাপ ময়দা, ৩টি ডিম, ১ কাপ বিস্কুটের গুঁড়ো, স্বাদমতো লবণ ও পরিমাণমতো তেল।

যেভাবে তৈরি করবেন

প্রথমে ভেটকি মাছের পিসগুলো ধুয়ে নিয়ে তাতে লবণ ও পাতিলেবুর রস মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। এর পর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচা লংকা ও ধনেপাতা বাটা, গরম মসলা ও দুই চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে নিন।

এর পর মাছের পিসগুলো ম্যারিনেট করে দুই ঘণ্টা রেখে দিন। এবার একটি পাত্রে ডিম ও তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। অন্য একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো নিন।

এক এক করে মাছের পিসগুলো প্রথমে ময়দার থালায় উল্টে-পাল্টে নিন। তার পর ডিমের গোলায় ভালোভাবে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চেপে চেপে ফিশ ফ্রাইয়ের আকারে করে নিন।

কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভালোভাবে ভেজে নিন।  সালাদ ও কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফিশ ফ্রাই।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK