রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:০০
ব্রেকিং নিউজ

ঢাকায় তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি

ঢাকায় তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি

উত্তরণ বার্তা প্রতিবেদক : তিন ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। কোথাও কোথাও জমেছে হাঁটু সমান পানি। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ময়মনসিংহে ৪৮ মিলিমিটার, নেত্রকোনায় ৩৬ মিলিমিটার, টাঙ্গাইলে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকা ছাড়াও ১৫টি জেলায় বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকার রাজপথ এবং অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। ফলে অফিসগামীরা দুর্ভোগে পড়েন।

ভারী বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কারওয়ানবাজার, পান্থপথ ও তেজগাঁও এলাকার রাস্তায় হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে। গণপরিবহন ও রিকশা সংকটে অফিস যেতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অপেক্ষারত আহসান কবীর নামে এক যাত্রী বলেন, এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। বৃষ্টির কারণে সিএনজি অটোরিকশাও ভাড়া চাচ্ছে তিনগুন বেশি। রাস্তায় পানি জমে যাওয়ায় অনেক রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে অনেকে সময়মতো অফিস যেতে পারেন নি।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ