মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১১

বজ্রপাতে প্রাণ গেলো ১৮ হাতির

বজ্রপাতে প্রাণ গেলো ১৮ হাতির

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হয়েছে। বজ্রপাতে এতগুলো হাতির একসাথে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বন কর্মকর্তারা। ভারতীয় সংবাদপত্রের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন ওই এলাকায়  বজ্রপাত হচ্ছিলো। স্থানীয় রেঞ্জের বন দপ্তরের প্রধান অমিত সহায় জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় ঘটেছে।
দুটো দলে বিভক্ত ছিল হাতিগুলো। তাদের মধ্যে ১৪টি হাতি মৃত অবস্থায় পাহাড়ের ওপর পড়ে ছিল। বাকি চারটির মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের নিচের অংশে। এরইমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হচ্ছে। বজ্রপাতে মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।  মৃত হাতিগুলোর শরীরে কোনোরকম ক্ষতচিহ্ন ছিল না।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK